Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত
Motoc cycle accident
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাও. ইউছুফ পাটওয়ারী (৫৫) লোহাগড় আতাউর রহমান বালিকা মাদ্রাসার সহকারী সুপারেন্টেড।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টুবগীতে নির্মানাধীন একটি ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মাও. ইউছুফ পাটওয়ারী পূর্ব ধানুয়া নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগেবের হন। টুবগীতে নির্মানাধীন ব্রিজের এপ্রোচ সড়কের পশ্চিম পাশ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬১৯৭৩)-এর পেছনের চাকার সামনে তিনি মোটরসাইকেল থেকে চিটকে পড়ে যান।

ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মাথা সম্পন্ন থেতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক ও ব্রিজের নির্মান শ্রমিকরা পালিয়ে যায়। এছাড়া প্রায় দু’ঘণ্টা ওই সড়কে যানচলাচল পুরো বন্ধ ছিলো। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, ‘পুলিশের হস্তক্ষেপে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার পর নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। পূর্ব ধানুয়া পাটওয়ারী বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের স্বজনেরা বিলাপ দিয়ে কাঁদছেন। ইউসুফ পাটওয়ারী দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
২৪ জানুয়ারি, ২০১৯