Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বোনকে আনতে গিয়ে প্রাণ গেলো ভাইয়ের
বোনকে
আমান উল্যাহ প্রধান

কচুয়ায় বোনকে আনতে গিয়ে প্রাণ গেলো ভাইয়ের

চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আমান উল্যাহ প্রধান (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কচুয়া-গৌরিপুর সড়কের কলাকোপা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক আমান উল্যাহ। নিহত আমান উল্যাহ উপজেলার বিতারা গ্রামের নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন।

নিহতের ভাই রবিউল ইসলাম জানান, বুধবার সকালে তার বোনকে আনতে শাসনপাড়া যাচ্ছিল আমান উল্যাহ। এসময় ঘটনাস্থলে বেপরোয়া গতিতে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ ফেব্রুয়ারি ২০২৩