Home / সারাদেশ / ‘বেগম রোকেয়া পদক’পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী
ROKEYA ...

‘বেগম রোকেয়া পদক’পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

চলতি বছর ‘বেগম রোকেয়া পদক’ এর জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘নারী শিক্ষা, অধিকার, আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে এবছর পদক পাচ্ছেন সেলিনা খালেক।

নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন্ননাহার, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পদক পাচ্ছেন ড.নুরুননাহার ফয়জুননেসা (মরণোত্তর) । এ ছাড়া পাপড়ি বসু নারীর অধিকার ও বেগম আখতার জাহান নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য পদক পাচ্ছেন।

পদকপ্রাপ্ত নারী ব্যক্তিত্ব বা তাঁর পরিবারের প্রতিনিধিরা সোমবার ৯ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘বেগম রোকেয়া পদক ২০১৯’ নেবেন।

বার্তা কক্ষ , ৮ ডিসেম্বর ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই