Home / আবহাওয়া / বৃষ্টি থাকতে পারে আরও ৩-৪ দিন
weather

বৃষ্টি থাকতে পারে আরও ৩-৪ দিন

আবহাওয়াবিদ মো.ওমর ফারুক বলেন,‘ আজ ভোর ৫ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ১৫টি অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন,‘ পাবনা,টাঙ্গাইল,ময়মনসিংহ,ঢাকা,ফরিদপুর,কুষ্টিয়া,যশোর,খুলনা,বরিশাল, পটুয়াখালী কুমিল্লা,নোয়াখালী,চট্টগ্রাম,কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে বৃষ্টি ও বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।’

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫১ মিনিটে।

২ অক্টোবর ২০২২
এজি