Home / আবহাওয়া / সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা
Weather Chandpur

সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। বুধবার ২০ এপ্রিল ভোরের দিকে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো,বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর বৃষ্টিতে রাজধানী জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ভ্যাপসা গরমে নগরবাসী ছিলেন অতিষ্ঠ। এ অবস্থায় এক পসলা বৃষ্টিতে স্বস্তিতে নগরবাসী।

আবহাওয়াবিদ ও গবেষক মোস্তফা কামাল পলাশ ইত্তেফাককে বলেন,‘ঢাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়,ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে,এ সময় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

২০ এপ্রিল ২০২২
এজি