বিষ্ণুদী মাদ্রাসা রোড যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মনমুগদ্ধকর আলোচনা করেন কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা তানভীর আহমদ (নেছারী)।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজরুল ইসলাম আলমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ টেলিভিশনের ভাষ্যকার হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, ঢাকা নিউ কলোনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা সোলাইমান ফারুকী, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, চিশতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আহমদ আনসারী, আল মাদিন ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী শাহাদাত কাসেমী, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হযরত মাওলানা নিজামুল হক, মুন্সি বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মিজানুর রহমান।
মাহফিল এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. আখতার হোসেন সরকার, জাহাঙ্গীর মুন্সি, কবির হোমেন ভূইয়া, কামাল খান, সফিউল আলম, আবু ইউসুফ প্রিন্স, চয়ন, হেলাল ও আল-আমিন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ১২ ফেব্রুয়ারি ২০২৫