Home / বিশেষ সংবাদ / বিশ্বে মাত্র তিনজন যে ভাষায় কথা বলেন!

বিশ্বে মাত্র তিনজন যে ভাষায় কথা বলেন!

বিশ্ব থেকে অনেক ভাষাই হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। বাদেশিও তেমনি একটি বিলুপ্তপ্রায় ভাষা। মাত্র তিন ব্যক্তি এই ভাষায় কথা বলেন। ইথনোলগ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রকাশনা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির কাজ হলো-ভাষার তালিকা ও শব্দভাণ্ডার সংগ্রহ করা। ইথনোলগ জানিয়েছে, তিন ব্যক্তি ছাড়া এই ভাষায় কথা বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যায়নি।

জানা গেছে, পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি উপত্যকায় এই ভাষাটির ব্যাপক প্রচলন ছিল। এখানকার সকলেই এই ভাষায় কথা বলতেন। এখন সেই ভাষাতে মাত্র তিন ব্যক্তি কথা বলেন। তাদের মৃত্যুর সঙ্গে-সঙ্গে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বাদেশি ভাষা।

তাদের একজন রহিম গুল বলেন, ‘এক প্রজন্ম আগে বাদেশি ভাষায় পুরো উপত্যকার মানুষ কথা বলতেন। এখন পুরো অঞ্চলে এই ভাষায় কথা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না।’

তিনি বলেন, ‘আমরা অন্যগ্রাম থেকে মেয়েদের বিয়ে করে নিয়ে আসতাম। তাদের ভাষা টারওয়ালি। তাদের শিশুরা মায়ের ভাষায় কথা বলা শুরু করে। এতে আমাদের ভাষা হারিয়ে যেতে শুরু করে। এখন পুরো উপত্যকায় টারওয়ালি ভাষার আধিপত্য।’

রহিম গুলের চাচাতো ভাই সাঈদ গুল বলেন, ‘এখন আমাদের সন্তানরা টারওয়ালি ভাষায় কথা বলেন। কাজেই আমার ভাষায় আমি কার সঙ্গে কথা বলব? আশপাশে এমন কেউ নেই, যার সঙ্গে এই ভাষাতে কথা বলা যায়।’

ইথনোলগ বলছে, অঞ্চলটিতে এখন আর বাদেশি ভাষা ব্যবহারের কোনো সুযোগ নেই। এমনকি ওই তিন ব্যক্তিও ভাষাটি ভুলে যেতে শুরু করেছেন।

(বিবিসি)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ এ.এম ২৭ ফেব্রুয়ারি২০১৮মঙ্গলবার।
এএস.

শেয়ার করুন
x

Check Also

online

অনলাইন নিউজ পোর্টাল এখন একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম

আধুনিক ...

Arrest

মতলবে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের ...