Home / আন্তর্জাতিক / বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়াল
করোনায়, করোনাভাইরাসে

বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়াল

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি ৮৪ লাখ ৯৯ হাজার আটশ ৬৮ জন এবং মারা গেছে ১৯ লাখ ছয় হাজার ছয়শ ৯৩ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ছয় কোটি ৩৬ লাখ ১০ হাজার ছয়শ ৮৬ জন। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৯ লাখ ৮২ হাজার চারশ ৮৪ জন।

আক্রান্তদের মধ্যে ৯৯.৫ শতাংশের অবস্থা স্থিতিশীল এবং গুরুতর অবস্থায় রয়েছে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ রোগী। বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার তিন শতাংশ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

তার মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং ভারতে এক শতাংশ হলেও ফ্রান্সে তা ২৫ শতাংশ। করোনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে গেছে এক কোটি ৩১ লক্ষাধিক এবং ভারতে তা কোটির উপরে। সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার।

আন্তর্জাতিক ডেস্ক,৮ জানুয়ারি ২০২১