Home / চাঁদপুর / বিভাগীয় পর্যায়ে গল্প রচনায় চাঁদপুরের আরিশা আদ্রীয়ান তৃতীয়
story-written

বিভাগীয় পর্যায়ে গল্প রচনায় চাঁদপুরের আরিশা আদ্রীয়ান তৃতীয়

বিজয় ফুল উৎসব ২০১৯ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে গল্প রচনায় ৩য় স্থান অধিকার করেছে চাঁদপুরের আরিশা আদ্রিয়ান সোহা। সোমবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম শিশু একাডেমিতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এর আগে সে চাঁদপুর জেলা পর্যায়ে অংশগ্রহন করে ১ম হয়। আরিশা চাঁদপুর আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রণির ছাত্রী। সে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাছিনা খাতুনের নাতনী। সে এর আগেও জাতীয় শিশু প্রতিযোগীতায় কবিতা আবৃতিতে বিভাগীয় পর্যায়ে ১ম হয়। গল্প রচনা ৩য় হয়ে সে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৫ নভেম্বর ২০১৯