Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বিধিনিষেধ বাস্তবায়নে এএসপির কঠোর অবস্থান
বিধিনিষেধ

মতলবে বিধিনিষেধ বাস্তবায়নে এএসপির কঠোর অবস্থান

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো.ইয়াসির আরাফাত।

সরকার ঘোষিত ১৪ দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মতলবের বাইপাস সড়কের পানির ট্যাংকির মোড়,কাজলী সিনেমা হলের মোড়,মতলব সেতুসহ প্রত্যেকটি প্রবেশ মুখে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়।

সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। বাইরে বের হওয়া মানুষের দিন দিন খোঁড়া অজুহাতের পরিমান বেড়েই চলেছে। জরুরী প্রয়োজন ব্যতিরেকে বাইরে ঘুরাঘুরি করা থেকে বিরত থাকার জন্য পুনঃ অনুরোধ করা হচ্ছে। বিনা প্রয়োজনে সিএনজি, বাইক, অটোরিক্সাসহ যেকোনো যানবাহ বের হলে তাদেরকে ঘুড়িয়ে দেয়া হয়।

এছাড়া স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

চেকপোস্টে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,পুলিশ পরিদর্শক মফিজুল ইসলামসহ এসআই ও এএসআই এবং পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ জুলাই ২০২১