Home / চাঁদপুর / বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে জেলা বিএনপির মানববন্ধন
চাঁদপুরে জেলা বিএনপির মানববন্ধন

বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে জেলা বিএনপির মানববন্ধন

বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন করা হয়ছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শহরের দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমেরর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় কেন্দ্রিয়ভাবে ঘোষিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রিয় নেতা ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ। সম্পাদক হযরত আলী,বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু,

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, বিএনপি নেতা মাহমুদ হাসান কবির,পৌর যুবদলের আহবায়ক শাহনুর বেপারি শানু, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল,শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব ছৈয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মেরাজ চোকদার, সাংগঠনিক সম্পাদক সলেমান ঢালী,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবীন,যুবদল নেতা কাইয়ুম, জেলা ছাত্রদলের সভাপতি এইম এম ইমান গাজী,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৩ মার্চ ২০২০

ইন্টারনেট কানেকশন নেই