Home / চাঁদপুর / চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
Dead-Body
প্রতীকী ছবি

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মৃর্ধা (১৯) ও রফিকুল ইসলাম (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

১০ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মধ্যে আশিকাটি ইউনিয়নের উত্তর সেনগাঁও মৃর্ধা বাড়িতে এবং মৈশাদী মিজি বাড়িতে এ দুইটি মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত রুবেল মৃর্ধা নিজ বাড়িতে বড় ভাইয়ের মুরগির ফার্ম পরিষ্কার করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাদের একতলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যায়। পরে বাড়ির লোকজন দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। নিহত রুবেল উত্তর সেনগাঁও গ্রামের নাসির মৃর্ধার মেজো ছেলে। সে বাবুরহাট কলেজের প্রথম বর্ষের ছাত্র।

অপর ঘটনাটি ঘটে মৈশাদী নিজের বাড়িতে। রফিকুল ইসলাম বাড়িতে ধান শুকাতে বড় স্ট্যান্ড ফ্যানের চালাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয় মাটির লুটিয়ে পড়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম খান জানান,একজন ইয়ং অপরজন বৃদ্ধ এ দুজনকে এক ঘন্টার ব্যবধানে ইলেকট্রিক সর্টে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়া জানান, নিহতের স্বজনরা এডিএম বরাবর ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন করলে তদন্ত সাপেক্ষ তা মঞ্জুর করায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেট