Home / উপজেলা সংবাদ / বিতারায় ডায়মন্ড ইলেকট্রনিক্স শো-রুম উদ্বোধন
ইলেকট্রনিক্স

বিতারায় ডায়মন্ড ইলেকট্রনিক্স শো-রুম উদ্বোধন

কচুয়া উপজেলার বিতারা দক্ষিন বাজারে অত্যাধুনিক ফ্রিজসহ অন্যান্য মালামালের সমাহার নিয়ে ডায়মন্ড ইলেকট্রনিক্স শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ডায়মন্ড ইলেকট্রনিক্সের ডিলার মের্সাস ফাতেমা ইলেকট্রনিক্সের সহযোগিতায় ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করা হয়।

এসময় সিটি ইলেকট্রনিক্সের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন,ন্যাশনাল সেলস ম্যানেজার আমিনুল ইসলাম,সেলস ম্যানেজার মো. এরশাদ আলী,এরিয়া ম্যানেজার আলাউদ্দিন, ডায়মন্ড ইলেকট্রনিক্স কচুয়ার ডিলার ফাতেমা ইলেট্রকনিক্সের প্রোপাইটর মো. অজি উল্যাহ মিয়া,ম্যানেজার ওমর ফারুক,ইউপি সদস্য ইউনুছ মুন্সী,আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অলি উল্যাহ সরকার ও বশির উল্যাম মিয়াজী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতারা ডায়মন্ড ইলেকট্রনিক্সের প্রোপাইটর মো. অজি উল্যাহ মিয়া ও ম্যানেজার ওমর ফারুক বলেন,হাতের কাছে সহজ ভাবে গ্রাহকদের প্রকৃত সেবা দেয়ার লক্ষে ফাতেমা ইলেকট্রনিক্স এর মাধ্যমে ডায়মন্ড ইলেকট্রনিক্স শো-রুম উদ্বোধন করা হয়েছে। এ প্রতিষ্ঠানে সেবা গ্রহনের জন্য সবাইকে স্বাগত জানাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জানুয়ারি ২০২৪