Home / চাঁদপুর / চাঁদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন
Victory-day-chandpur

চাঁদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

চাঁদপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভোরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.দীপু মনি এমপি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলালসহ দলের নেতৃবৃন্দ।

এছাড়া জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ,নৌ-পুলিশ সুপার,চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ,প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া সার্কিট হাউজে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

অন্যদিকে এবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি চাঁদপুর শহর পদক্ষিণ করে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
১৬ ডিসেম্বর, ২০১৮