বিজয়ীর আয়োজনে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পুরানবাজারের মধ্য শ্রীরামদী আল আফসা ইসালামিয়া মাদ্রাসায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ এবং ভিটামিন ডি ইনজেকশন দেয়া হয়। উক্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর ‘মেডিকেল অফিসার’ এবং ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ ডাঃ মেহেদী হাসান শুভ।
চিকিৎসা সেবার পাশাপাশি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শীতার্তদের মাঝে বিজয়ীর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সহযোগিতায় শতাধিক কম্বল বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুর রশিদ, ক্রীড়াবিদ মিজানুর রহমান, শাহজাহান গাজী,কামরুল ইসলাম, রাসেদ খান সহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২০ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur