Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ ছাত্রলীগ সভাপতি খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
haji

হাজীগঞ্জ ছাত্রলীগ সভাপতি খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

তৎকালীন ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি ৬৩ জেলায় বিএনপি ও জামাতের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

১৭ আগস্ট বুধবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার কিউসি টাওয়ার থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পূর্ব বাজার পদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, বর্তমান সহ-সভাপতি এ আর সুমন, যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন,সাংগঠনিক সম্পাদক শরিফ মোল্লা,প্রচার সম্পাদক ফরহাদ আলিফসহ উপজেলা ও পৌরসভা এবং উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জহিরুল ইসলাম জয়
১৯ আগস্ট ২০২২