চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৪ জুলাই ) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা সুদৃঢ় নেতৃত্ব ও তারেক রহমান আমাদের তারণ্যের অহংকার। তাই বিএনপির পতাকা তলেই এদেশের তরুণদের জোয়ার। এদেশের আপামোর জনসাধারণ গত ১৭ বছর আমাদের পাশে ছিলেন বলেই স্বৈরাচার আমাদের দমাতে পারেনি। পতিত আওয়ামী লীগ এখন যেন আমাদের ঘাড়ে ভর করতে না পারেম সেজন্য আমাদের সর্তক থাকেত হবে। কোন ক্রমেই যেন আমাদের সদস্য ফরম তাদের হাতে না যায়। মনে রাখতে বিএনপির ৩১ দফাই আগামীর বাংলাদেশের ভবিষ্যত। পিআর নয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এলাকার জনপ্রতিনিধিরাই পারে মানুষের পশে দাড়াতে, অন্যরা নয়। যাদের ভোটের মাঠে অবস্থান নেই, তারাই এখন এসব নিয়ে ব্যস্ত। তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি হয় একথা আামদের মনে রাখতে হবে।
রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল খান, পৌর বিএনপি নেতা ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও বিএনপির নেতা শফিকুল ইসলাম স্বপন, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, শ্রমিকদল নেতা আবুল কাশেম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন পাটওয়ারী, মশিউর রহমান রিপন, আ: কাদের প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার রূপসা দক্ষিণ, গুপ্টি পুর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম তুলে দেন।
ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি/৪ জুলাই ২০২৫