চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার আল-কাউসার স্কুলের সামনে রোববার (৭ আগস্ট) বাস চাপায় ওই মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা প্রায় ঘণ্টাব্যাপি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সব ধরণের বাস চলাচল বন্ধ থাকে।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম মো.তামিম হোসেন। সে উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর। গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে। হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের জামাল মঞ্জিলে বাসা ভাড়া থাকতো।
প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর রাস্তা পারপারের সময় চাঁদপুরগামী বোগাদাদ ট্রান্সপোটের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তামিমের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, ‘তামিম রাস্তা পারাপার হবার সময় বোগদাদ বাসটি একটি সিএনজি চালিত অটোরিক্সা ওভারটেক করেতে গিয়ে এই দুর্ঘটানর কবলে পড়ে।’
মা তাহমিনা বেগম আর্তনাদ করে বলেন, ‘সকালে ছেলেকে স্কুলে দিয়ে গেলাম। আমার ছেলেকে ফিরিয়ে দাও।’
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক চাঁদপুর টাইমসকে জানান, ‘দুর্ঘটনায় কবলিত বোগদাদ বাসটি বাকিলা বাজার থেকে জব্দ করা হয়েছে।’
স্টাফ করেসপন্ডেন্ট ।।আপডটে, বাংলাদশে সময় ৮:৪২ পিএম,৭ আগস্ট ২০১৬,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur