চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধ রক্ষায় ধনাগোদা নদীতে বালু ভর্তি জিও ডাম্পিং করা হয়েছে।
৯ আগস্ট সোমবার বিকালে ডাম্পিং কার্যক্রম উদ্বোধন করলেন স্থানীয় সংসদ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। জনতা বাজার এলাকায় ৭ হাজার ২০০ ব্যাগ ডাম্পিং করা হবে। এর আগেও উপজেলা বিভিন্ন এলাকায় নদী ভাঙন স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এমপি নুরুল আমিন রুহুল।
জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
আরো বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব’সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন গাজী।
নিজস্ব প্রতিবেদক