Home / চাঁদপুর / চাঁদপুরের শাহারাস্তিতে ১০ কি.মি. বাগান সৃজন সম্পন্ন
tree plantation
প্রতীকী ছবি

চাঁদপুরের শাহারাস্তিতে ১০ কি.মি. বাগান সৃজন সম্পন্ন

চাঁদপুর জেলার চলতি মৌসুমে শাহরাস্তি উপজেলায় ১০ কিলোমিটার নতুন বাগান সৃজন করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে । ২০ জুন থেকে এর কার্যক্রম শুরু হয়ে ১০ কি.মি. বাগান সৃজন করা হয়েছে । শাহরাস্তি উপজেলার বন বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করে। যা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ।

চাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন সংরক্ষক সহকারী মো.তাজুল ইসলাম ১৮ আগস্ট জানান।

কুমিল্লা সড়কের জগতপুর থেকে ওয়ারুক পর্যন্ত ১০ কি.মি ১০ হাজার গাছের চারা রোপণ করে এ বাগান সৃজন করা হযেছে । এ ১০ কি.মি সড়কের জন্যে ৫০ জন সুবিধাভোগী রযেছে । তারা ১০ বছর পর্যন্ত সৃজিত বাগানের চারার পরিচর্যা করবে বরে জানা যায় । অবশেষে সুবিধাভোগিগণ সরকারি বিধিমতে প্রাপ্ততা পাবেন।

প্রাপ্ত তথ্য মতে জানা গেছে -চাঁদপুর জেলার পরিবেশ রক্ষায় প্রাকৃতিক পরিবেশ,প্রাকৃতিক ভারসাম্য রক্ষা,সকল শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানীবিড় পরিবেশ বিদ্যমান রাখতে চলতি ২০২১-২১ এর চলতি মৌসুমে চাঁদপুর জেলার সকল উপজেলায় ১ লাখ টাকা গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জেলা বন সংরক্ষকের অফিস সূত্রে জানা গেছে ।

এরমধ্যে চাঁদপুর জেলার ৫ আসনের মাননীয় সংসদ সদস্যদের জন্য ৫ হাজার করে ২৫ হাজার এবং উন্মুক্তভাবে বিক্রির জন্য ৭৫ হাজার বিভিন্ন ধরনের ফল ও ঔষুধি ফলের গাছ ঔষধি গাছ প্রস্তুত রাখা হয়েছে।

চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত বন সংরক্ষক মো.তাজুল ইসলাম বলেন,‘৭৫ হাজার চারা সকল উপজেলায় সরকারি নির্দেশনা মতে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং চলমান বর্ষা মৌসুমে বিতরণ বিদ্যমান রয়েছে্ । মাননীয় সংসদ সদস্যদের সংরক্ষিত ২৫ হাজার গাছের চারার তালিকা এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি । তালিকা আসলেই আমরা ওই চারা বিতরণ করব ।’

আবদুল গনি , ১৮ আগস্ট ২০২১