চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ও জনসচেতনতার লক্ষ্যে কালিয়াপাড়া পথসভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, কোন ব্যাক্তি নয় দলের হয়ে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা সবাই বিএনপির কর্মী,দল ভালো থাকলে দেশ ভালো থাকবে, আর দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। দল যাকে যে দায়িত্ব দিবে তা মেনে চলতে হবে। আমাদের নেতা তারেক রহমান, আমরা সবাই কর্মী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সকলকে সজাগ থাকতে হবে। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। মনে রাখবেন সবার আগে দেশ।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফায় পূর্ণাঙ্গ সংস্কারের কথা উল্লেখ রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন করা হলে সকল বৈষম্য দূর হবে। তিনি বলেন, বিএনপির কোন নেতাকর্মী কোন প্রকার অপরাধের সাথে জড়িত থাকতে পারবেন না। সাদা কে সাদা আর কালো কে কালো বলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমান দেশে আসলে এবং কাজ করার সুযোগ পেলে দেশে অবিস্মরণীয় উন্নয়ন ঘটবে।
বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম স্বপনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌর সভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিবেদক: মো: জামাল হোসেন,৩০ এপ্রিল ২০২৫