Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আগুনে বসত ঘর পুড়ে ছাই

কচুয়ায় আগুনে বসত ঘর পুড়ে ছাই

চাঁদপুর কচুয়ায় কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয় বলে ক্ষতিগ্রস্থ গ্রহকর্তা মো.হানিফ মাস্টার দাবি করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, মনপুরা গ্রামের হাটখোলা বাড়ীর মো.হানিফ মাস্টারের বসতঘরে ঘটনার দিন সকাল বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে।

অগ্নিকাণ্ডে হানিফ মাস্টারের ছেলে ডেন্টিস মো:মনিরুজ্জামান মহসিনের একটি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মনিরুজ্জামান মহসিন বলেন, অগ্নিকাণ্ডে বসতঘরসহ গৃহে থাকা প্রয়োজণীয় কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল, নগদ ২ লক্ষ টাকা, ঘরের থাকায় সকল মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৫ নভেম্বর ২০২০