Home / কৃষি ও গবাদি / বরিশাল জেলা জজের এজলাসে আগুন
বরিশাল জেলা জজের এজলাসে আগুন

বরিশাল জেলা জজের এজলাসে আগুন

News Desk:

বিএনপি জোটের ডাকা অবরোধের মধ্যে বরিশালে নগরীর একটি আদালত ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিনুর বেগমের এজলাসে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোতোয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা এজলাসে আগুন দেয়। প্রায় আধঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

আগুনে এজলাসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ বেশকিছু নথি পুড়ে গেছে বলে জানান বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন।

জেলা প্রশাসক শহীদুল আলম বলেন, ঘটনার সময় বিদ্যুতের চাপ তেমন একটা ছিল না। সেক্ষেত্রে বিষয়টি নাশকতা হতে পারে,তবে তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।

এদিকে গভীর রাতে ঝালকাঠী সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন ভূমি অফিস আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভূমি অফিস ঘর এবং নথিপত্র প্রায় সম্পূর্ণ পুড়ে যায়