Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু
বজ্রপাতে

মতলব উত্তরে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম বোরচরে বজ্রপাতে আহম্মদ আলী সরকার (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

একই সময় তার সঙ্গে থাকা তারই ছেলে কালু সরকার (৩২) গুরুতর আহত হয়েছে। আহত কালু সরকার নিহত আলী আহম্মদ সরকারের ছেলে।

১৮ আগস্ট বুধবার দুপুরে গরুর ঘাস কেটে ভ্যানগাড়িতে করে বাবা-ছেলে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহম্মদ আলী সরকার বোরচর গ্রামের সিদ্দিক সরকারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। তার আহত ছেলে কালু সরকার বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার মাগরিবেবে পর নিহত আহম্মদ আলী জানাজার শেষে বোরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

নিজস্ব প্রতিবেদক