Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ট্রাক-স্কুটার সংঘর্ষে একই পরবারের ৪ জনসহ আহত ৬
Accident

শাহরাস্তিতে ট্রাক-স্কুটার সংঘর্ষে একই পরবারের ৪ জনসহ আহত ৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ট্রাক ও দুইটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

আশংকা জনক অবস্থায় একই পরিবারের চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। বাকী দুইজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আহতরা হলেন, একই পরিবারের আবদুর রব (৫৫), তার ছেলে বিল্লাল হোসেন (৩৫), পুত্রবধু মাকসুদা বেগম (২৬), এক বছর বয়সী নাতী নিয়াজ। তারা কচুয়া উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
বাকী দুইজন সিএনজি চালক আল আমিন (৩০) ও যাত্রী হাছিনা বেগম (৪৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শাহরাস্তি থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির ও হাবিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিক কের জানান, ‘ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি দুইটি জব্দ করা হয়েছে।’

করেসপন্ডেন্ট, শাহরাস্তি
৫ জানুয়ারি, ২০১৮