Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ৯৩ জন অসহায় রোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চেক

ফরিদগঞ্জে ৯৩ জন অসহায় রোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চেক

চাঁদপুরের ফরিদগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে দুরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৯৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৪৬ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বশির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান প্রমুখ।

চেকপ্রাপ্তদের মধ্যে ক্যানসার আক্রান্ত ৬৫ জন, কিডনি রোগে আক্রান্ত ১০ জন, স্ট্রোক ও পক্ষাঘাতে আক্রান্ত ৯ জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৭ জন এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২ জন রয়েছেন।

বক্তারা সরকারের এ ধরনের উদ্যোগকে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো মানবতার প্রকৃত রূপ। পাশাপাশি রোগীদের নিয়মিত চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা এবং মনোবল ধরে রাখার পরামর্শ দেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩ জুলাই ২০২৫