চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম এখলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বৃদ্ধ আঃ রহিম(৬৫) পালিয়ে যায় এবং শিশুর পরিবাকে ভয়ভীতি দেখিয়ে কালক্ষেপণ করেন বলে জানা যায়।
শিশু ধর্ষণ চেষ্টার সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। এরপর থানার এসআই খোকন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত রহিমকে গ্রেফতার করেন।
এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, শিশু ধর্ষণ চেষ্টার সংবাদ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ ফেব্রুয়ারি ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur