চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া ও মিরপুর অঞ্চলের সড়কগুলোর বেহাল দশা, অব্যাহত লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ইউনুছ বেপারী, লেয়াকত আলী পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, ফারুক মিজি, জয়নাল হোসেন, শরীফ হোসেন ও আমির হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির হলেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। কেরোয়া ও মিরপুর এলাকার সড়কগুলোর অবস্থার এতটাই অবনতি হয়েছে যে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়া, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। দিনেরাতে মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। তারওপর, ভুতুড়ে বিলের বোঝা বইতে হচ্ছে গ্রাহকদের। ৫’শ টাকার বিল ৩ হাজারে ও মিটার বন্ধ তারপরও মিটারে নাকি ইউনিট দেখাচ্ছে। এগুলোকে বিদ্যুৎ অফিসের অদক্ষতা বলে দাবি করা হয়েছে।
তাঁরা বলেন, এসব সমস্যার বিষয়ে একাধিকবার পৌর প্রশাসক ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রতিবেদক: শিমুল হাছান/ ৪ আগস্ট ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur