চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনী ও থানা পুলিশের অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার হাবিবুর রহমান বাবু(৪৩)কে ২২৭ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার ৫০ টাকাসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ।
মাদক কারবারি হাবিবুর রহমান বাবু লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাড়া এলাকার তোরাব বাড়ির আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুর বিরুদ্ধে ১১ টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, যৌথ ভাবে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান বাবুকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা এবং ২ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ ফেব্রুয়ারি ২০২৫