Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যুব মহিলা লীগের উঠান বৈঠক
Jub mohila

ফরিদগঞ্জে যুব মহিলা লীগের উঠান বৈঠক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য নাছিমা লোকমান।

তিনি বলেন, আগামী নির্বাচনে নারীদের নৌকায় ভোট দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার বিশ^াস ফরিদগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা এখন থেকে ঘরে ঘরে গিয়ে নৌকার বিজয় নিশ্চিতের জন্য কাজ শুরু করবে।

উপজেলা যুব মহিলা লীগের আহŸায়ক প্যানেল মেয়র খতেজা বেগম আলেয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংস্কুতিক মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম লোকমান হোসেনের পরিচলানায় সভায় নারীদের ব্যপক উপস্থিতি দেখা যায়।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের উপজেলা কমিটির যুগ্ম আহŸায়ক ইউপি সদস্য হাসিনা বেগম, পৌর যুব মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার রুনা, সাধারণ সম্পাদক শাহিনা বেগম, মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম প্রমুখ।

করেসপন্ডেন্ট