Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মাদক কারবারির ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জে মাদক কারবারির ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের ফরিদগঞ্জে এক চিহ্নিত মাদককারবারির ছুরিকাঘাতে মো. মোস্তফা (২৭) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত মোস্তফার স্বজন, প্রতিবেশী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সোহেল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তাঁদের বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বক্তাদের দাবি, মোস্তফা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে সোহেল ও তাঁর লোকজন মোস্তফাকে নিজ বাড়ি থেকে ডেকে নেন। পরে তাঁকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. আলাউদ্দিন বলেন, ‘সোহেল গং আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাঁকে পিঠে ছুরিকাঘাত করে, যা কিডনিতে লাগে। আমরা তাঁকে হাসপাতালে নিই। ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমি ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর একজন আসামি এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিবেদক: শিমুল হাসান, ২২ জুন ২০২৫