চাঁদপুরের ফরিদগঞ্জে ৯৫ বছর বয়সী এই বৃদ্ধা আত্মহত্যা করেছে। আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের এস.আই জাকির হোসেন ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ গ্রামের মৃত সোনা মিয়া মজুমদারের স্ত্রী আম্বিয়া খাতুন (৯৫) বাথরুমের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় থাকা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আম্বিয়া খাতুন পাঁচ সন্তানের জননী।
পরিবারের লোকজন জানা যায়, কয়েক বছর পূর্বে বৃদ্ধা আম্বিয়া খাতুনের স্বামী মারা যায়। বুধবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোররাতে নাতনি আছমা আক্তার দেখেন তার দাদি বাথরুমের আড়ার সঙ্গে ফাঁস অবস্থায় ঝুলে আছেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
স্থানীয়রা জানায়, এই বয়সের বৃদ্ধা মহিলার আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, বৃদ্ধা আম্বিয়া খাতুনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ ফেব্রুয়াুর ২০২৫