Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
biddut-2

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়া বিদ্যুৎপৃষ্ট হয়ে মজিবুল হক (৬৫) নামে এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ওই উপজেলার সুবিদপুর বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল হক ওই গ্রামের নুর মোহাম্মদ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকাল ১১ টায় বৃদ্ধ মজিবুল হকের বসত ঘরে থাকা বিদ্যুৎতের মেইন সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তারা তাকে ওই মেইন সুইচের কাছে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।

কবির হোসেন মিজি
৩ সেপ্টেম্বর ২০১৯