Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে কৃষকদের মাঝে সার বিতরণ
বিএনপির

ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে কৃষকদের মাঝে সার বিতরণ

ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভূঁইয়া বাড়ির সামনে সার বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

এ সময় প্রায় ৩ শতাধিক কৃষকের মাঝে এক বস্তা করে ইউরিয়া সার তুলে দেন তিনি রূপসা উত্তর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষকদের মাঝে।

এ ছাড়াও খাদ্যের উৎপাদন বাড়াতে ভবিষ্যতে ব্যাংকের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের সহযোগিতার কথা জানান ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান।

স্যার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান, মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, মাসুদ আলম, সদস্য নফর আলি মুন্সী, হুমায়ুন কবির টিপু, ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, এমরান হোসেন বেপারি, বিএনপি নেতা কামরুজ্জামান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল, ইউনিয়নের যুবদলের নেতা মাসুম বাবু মিরাজ, ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১১ ফেব্রুয়ারি ২০২৫