Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
Water-Death
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে একই দিনে পানিতে পড়ে জাহিদ ও মালিহা নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

২৪ মে রোববার উপজেলার ১৪ নং দক্ষিন ইউনিয়নের পশ্চিম পোঁয়া গ্রামের এমরান হোসেনের ছেলে জাহিদ(২) খেলার চলে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোজা খোজির পরে বাড়ির লোকজন দেখতে পায় জাহিদ পানিতে বাসছে জাহিদকে পুকুর তেকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তর্বরত চিকিৎসক জাদিকে মৃত ঘোষনা করে।

এ দিকে উপজেলার পূর্ব ইউনিয়নের গাজীপুর গ্রামের মো.হাছানের মেয়ে মালিহা (২) অন্যান্য শিশুদের সাথে খেলারত অবস্থায় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে প্রথমে ডাকাডাকি ও খোঁজাখুঁজির একপর্যয়ে শিশুটি ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রæত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তর্বরত চিকিৎসক মালিহাকে মৃত ঘোষনা করে।

প্রতিবেদক:শিমুল হাছান,২৪ মে ২০২০

ইন্টারনেট কানেকশন নেই