Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নানার
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ বছরের শিশু জুবায়েরের মৃত্যু হয়েছে।
২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

জুবায়েরের মামা সুমন জানান, মঙ্গলবার সকালে মা তাসলিমা বেগমের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে জুবায়ের। পরিবারের সকলের সামনেই খেলাধুলা করছিল শিশুটি। এর কিছুক্ষন পরে জুবায়েরকে না দেখে পারিবারের সকলে মিলে খুঁজতে থাকে।

পরে জুবায়ের খালা হাসিনা বেগম পানিতে নেমে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জুবায়ের একই ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া এলাকার কালু বেপারী বাড়ির সৌদি প্রবাসি আলমগীর হোসেনের ছোট ছেলে।

প্রতিবেদক:শিমুল হাছান,২৪ জানুয়ারি ২০২৩