Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে দু’মাস ধরে প্রতিবন্ধী যুবতী নিখোঁজ
nikhoj

ফরিদগঞ্জে দু’মাস ধরে প্রতিবন্ধী যুবতী নিখোঁজ

শীত আসলে মানুষিক প্রতিবন্ধীদের পাগলামী যেন বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ২ মাস ধরে নিখোঁজ ২৫ বছরের যুবতী মনোয়ারা। মেয়েটি হারিয়েছে গত বছরের ১৯ ডিসেম্বর ,আর পরিবারের সচেতনতার অভাবে মেয়েটির খোজঁ নিতে থানায় সাধারন ডায়েরী হয় ৬ ফেব্রুয়ারি।

ফরিদগঞ্জ থানার ২৪৪নং জিডি সৃত্রে জানা যায়, উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা মিজির বাড়ীর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো.আলতাফ হোসেনের মেয়ে মনোয়ারা।

গত বছরের ১৯ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর মেয়েটির পরিবার আত্নীয়-স্বজন,বন্ধু বান্ধবের বাড়ীতে খোঁজ নিয়েও সন্ধান না পেয়ে অনেকটা অপেক্ষমান ছিল।

অবশেষে নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে চাঁদপুর শহরে যুবতী মেয়েটির ছবি নিয়ে খোঁজ করলে কিছু সংখ্যক লোক নাকি মেয়েটিকে শহরের তালতলা,বাসষ্ট্যান্ড,রেলওয়ে, বড় ষ্টেশনের কাছে দেখতে পায়।

মেয়েটির পরিবারের দাবি চাঁদপুর শহরে রয়েছে এবং যে কোন দুস্কৃতিকারী চক্র মেয়েটিকে দিয়া ভিক্ষা বৃক্তির কাজ করাতে পারে। মেয়েটির উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মূখমন্ডল গোলাকার এবং মাঝে মধ্যে খুব জোওে কাঁন্নাকাটি করে।

মেয়েটির সন্ধান পাওয়া গেলে ০১৮৩১৯৮২৭২৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধের অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারটি।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১০ ফেব্রুয়ারি,২০১৯