Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ডাকাতিয়ায় বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

ফরিদগঞ্জে ডাকাতিয়ায় বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ ব্রীজের নিচে ডাকাতিয়া নদীর পাড় থেকে এইটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর উপরে ফরিদগঞ্জ সেতু সংলগ্ন নদীতে স্থানীয় এক কিশোর মাছ ধরতে এসে বিকালে অজ্ঞাত কঙ্কালটির মাথার খুলি দেখতে পায়। পরে সে স্থানীয়দের জানালে তারা থানা পুলিশকে সংবাদ দেয়।

পুলিশ এসে মাথার খুলিটি দেখে, এরপর সন্দেহ জনক ভাবে একজন লোককে নদীতে নামিয়ে দেখে একটি বস্তায় ইটাসহ শরীরের বিভিন্ন হাড়।

এসময় নদীতে ভাসমান অবস্থায় ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। যদিও তাতে কোন কিছুই ছিল না। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোন নারীর।

ফরিদগঞ্জে কঙ্কাল উদ্ধার ঘিরে রহস্য, কী ভাবে মৃত্যু, উত্তর খুঁজছে পুলিশ। কিন্তু কী ভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? এই কঙ্কালটি পুরুষের নাকি মহিলার আপাতত সেই রহস্যের জট খোলার চেষ্টা করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। কে এখানে এনে ফেলেছে, কখন ফেলেছে, সেই রহস্যের জট খোলারও চেষ্টা করছেন তাঁরা।

পাশাপাশি, দিনের পর দিন একটি মৃতদেহ পড়ে থেকে কঙ্কাল হয়ে গেল, অথচ কারও নজরে পড়ল না বা দুর্গন্ধ ছড়াল না কেন, এই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা চলছে।

কঙ্কার উদ্ধারের বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) বাহার মিয়া জানান, আমরা খবর পেয়ে কঙ্কলটি উদ্ধার করেছি, কঙ্কালটি ময়না তদন্ত ও পরেন্সিকের জন্য প্রেরন করা হবে

প্রতিবেদক:শিমুল হাছান,মাজহারুল ইসলাম অনিক,৮ এপ্রিল ২০২১