চাঁদপুরের ফরিদগঞ্জে ছয় বছরের শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ। শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে। শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক শিশুটির কথিত নানা সিরাজ বাকাউল (৭০) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ধর্ষণের ঘটনায় শিশুটির খালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই ) অভিযুক্ত সিরাজ বকাউল ছয় বছর শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ বাড়ির সামনে একটি বাগানে নিয়ে শিশুটির মুখে চাপ দিয়ে ধর্ষণ করে।
এরপর শিশুটির চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। ধর্ষক সিরাজ তাৎক্ষণিক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুটি কান্না করতে করতে ঘরে গিয়ে তার মাকে ঘটনাটি বলে। মেয়ের অবস্থা বেগতিক দেখে বাড়ির লোকজনকে জানিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের ঘটনায় শিশুটির খালা শনিবার (৫ জুলাই) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শিশু ধর্ষণের অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই নুরুল ও ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের সেকদিরামপুর থেকে ধর্ষক সিরাজ বাকাউল (৭০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, অভিযুক্ত সিরাজ এলাকার একজন বিতর্কিত ব্যক্তি এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ধর্ষণের ঘটনাটি অভিযুক্ত ব্যক্তি ও তার স্বজনরা ধামাচাপা দিতে উল্টো মামলা ও খুন-গুমের হুমকি দিচ্ছে বলে শিশুটির পরিবার লোকজন জানান।
শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনার পর ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিরাজ বকাউলকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিনিধি, ৬ জুলাই ২০২৫