Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩
ইয়াবা

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

১৪ মে শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই নুরুল ইসলাম ও ইকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী এলাহী মজুমদার (২৯) কে ৫২ পিস ইয়াবাসহ আটক করে।

একই দিনে এস. আই নুরুল ইসলাম ও বরত উল্লা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের গাজীপুর বাজারে অভিযান পরিচালনা করে মাদক কারবারী মো. ফারুক খানকে (৪২) পিস ইয়াবাসহ আটক করে।

একই দিনে এস আই নাছির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী ইমাম হোসেন (৩৮) কে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

আটক কৃতরা হলেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকায় মজুমদার বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে এবং পাইকপাড়া উত্তর ইউনিয়নের গাজীপুর এলাকার পূর্ব খান বাড়ির আলম খানের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ মে ২০২২