চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ মোস্তফা(৪৮)কে গ্রেফতার করেন।
মাদক কারবারি মোস্তফা উপজেলার শোভান এলাকার মিজি বাড়ির মৃত ছালামত মিজির ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ ফেব্রুয়ারি ২০২৫