Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অসহায় মাঝে সেলাই মেশিন বিতরণ

ফরিদগঞ্জে অসহায় মাঝে সেলাই মেশিন বিতরণ

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” দারিদ্র বিমোচন ও আত্নকর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলা পরিষদ এবং সদস্য মশিউর রহমান মিঠুর অর্থায়নে অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

২০ জানুয়ারি বুধবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উক্ত সেলাই মেশিন বিতরন করা হয়।

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক মো. শফিকুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ¦ মো. সহিদ উল্যা তপাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান, সাহিত্য কর্মী মোস্তফা কামাল মুকুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার (ভোকেশনাল শাখা) শিক্ষক মো. হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক পাটওয়ারী, দেলোয়ার হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন, মোজাম্মেল হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য মাসুদ আলম প্রমূখ।

প্রতিবেদক:শিমুল হাছান,২০ জানুয়ারি ২০২১