Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী
অবরোধের

ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

বিএনপি ও তার মিত্রদের ডাকা অবরোধ কর্মসূচীর সমর্থনে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠানের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চঁাদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলেল সাবেক যুগ্ন আহবায়ক ফারুক খান, রুবেল গাজী, উপজেলা বিএনপি নেতা আরিফ হোসেন , পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সোহাগ পাটওয়ারী, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু, যুবদল নেতা আরিফ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কারারুদ্ধ এম এ হান্নানসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তিদানের আহ্বান জানান।

প্রতিবেদক: শিমুল হাছান,৭ ডিসেম্বর ২০২৩