Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের পাশে জেলা প্রশাসক

ফরিদগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের পাশে জেলা প্রশাসক

করোনা পরিস্থিতি মোকাবেলায় দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদগঞ্জের হাফেজ মানিক হোসেনকে অর্থ সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন।

করোনাভাইরাস পরিস্থিতিতে সচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা এ অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীর খোঁজ খবর নিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়ে মানবতার বিরল দৃষ্টান্ত দেখালেন জেলা প্রশাসক।

জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইছাপুরা গ্রামের পাটওয়ারী বাড়ির দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মো. মানিক হোসেন (৩০)।

তিনি জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী। মা-বাবা, ২ ছেলে ও পরিবার নিয়ে মানিকের সংসার। করোনা পরিস্থিতে অভাব অনটনের মধ্যে চলছিলো তার সংসার। এ পরিস্থিতি স্থানীয় সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপন দৃষ্টিগোচর হলে তিনি সঠিক তথ্যের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

এদিকে, আর্থিক সহায়তা প্রদান করায় মো. মানিক হোসেন জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,২ মে ২০২০