চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী আর নেই। ১৮ মে সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকার মোহাম্মদপুরে ছেলের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান (ইন্নাল্লিাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ১৯ মে মঙ্গলবার বাদ ফজর বেগম মসজিদের সামনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। পরে চাঁদপুর পৌর গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
প্রফেসর মনোহর আলীর পৈত্রিক বাড়ি কচুয়া উপজেলার রহিমানগর এলাকার তেতৈয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে চাঁদপুর শহরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী, ছাত্র-ছাত্রী, বন্ধু-শুভাকাঙ্খী, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রফেসর মনোহর আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। চাকুরি জীবনের শুরুর দিকে দীর্ঘদিন সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেন তিনি।
প্রফেসর মনোহর আলী চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান। চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার সরকারি চাকুরি জীবন শেষ হয়।
তিনি টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দু’দফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর সরকারি কলেজ বাংলা বিভাগের ছাত্র-শিক্ষকদের সংগঠন ’বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ’র অন্যতম উপদেষ্টা ও অভিভাবক ছিলেন তিনি।
সাহিত্য মঞ্চ পরিবারের শোক : এক শোক বার্তায় চাঁদপুর সাহিত্য মঞ্চ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে পরিবেশ সংরক্ষণ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মনোহর আলী এর মৃত্যুতে পরিবেশ সংরক্ষণ আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি কাউন্সিলর নাছির চোকদার সাধারণ সম্পাদক আশিকুর রহমান খান, পৌর সভাপতি অ্যাডভোকেট বজলুল চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন শোক প্রকাশ করে।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
One comment
Pingback: সফিউদ্দিন স্যারের সহজ প্রজ্ঞা - থার্ড লেন স্পেস