চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় এর প্রধানশিক্ষক হুমায়ুন কবির আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ২ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.)। তার নামাজে জানাজা রাত সাড়ে ৮ টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলার সভাপতি অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়রিী,জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের চাঁদপুর জেলার আহবায়ক অধ্যক্ষ শাফায়াৎ আহমেদ ভূঁইয়া,অধ্যক্ষ রুহুল আমিন বাকশিস নেতা অধ্যক্ষ হারুন অর রশিদ,মতলবের প্রফেসর মোশারফ হোসেন,জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলার হোসেন,সদরের কানিজ বতুল চেীধূরী,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। শিক্ষকনেতৃবৃন্দ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করেন।।
প্রসঙ্গত,চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় এর প্রধানশিক্ষক হুমায়ুন কবির তার বিদ্যালয়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যবরণ করেন। মৃতূ্্য তার বয়স হয়েছিল ৩৮ বছর।
করসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৬: ৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ,২০১৭,বৃহসপতিবার।
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur