Home / জাতীয় / প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে থাকছেন না এরশাদ

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে থাকছেন না এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত আর থাকছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নির্বাচ‌নের পর সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে এরশা‌দের দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বি‌শেষ দূত হিসেবে নি‌য়ো‌গ বা‌তিল ক‌রে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ।

২০১৪ সালে গ‌ঠিত ম‌ন্ত্রিসভায় ম‌ন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বি‌শেষ দূত নি‌য়োগ পান এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভো‌টে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

গত ৭ জানুয়া‌রি প্রধানমন্ত্রী ছাড়া ৪৬ সদ‌স্যের ম‌ন্ত্রিসভা গঠন ক‌রে‌ দল‌টি

বার্তা কক্ষ
১২ জানুয়ারি,২০১৯