আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় ও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গতকাল ইংরেজি নতুন বছরের প্রথম দিনে গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধামন্ত্রীর সঙ্গে বিশেষ সেই মুহূর্তের ছবি নিজের ফেসবুকেও শেয়ার করেন অপু বিশ্বাস।
সেখানে তিনি লিখেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। চতুর্থবারের মতো জাতির অগ্রযাত্রার হাল ধরছেন আপনি। আপনার নেতৃত্বে সংস্কার ও উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।’
জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গতকাল বিকেল গণভবনে যান পূর্ণিমা, অপু বিশ্বাস, ইমন, তারিন, তাহসান, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শহিদুল আলম সাচ্চু, রোকেয়া প্রাচী, বাঁধনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
বার্তাকক্ষ
২ জানুয়ারি ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur