Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় একই সাথে প্রথম শ্রেণিতে ভর্তি হলেন মা-ছেলে
admission

কচুয়ায় একই সাথে প্রথম শ্রেণিতে ভর্তি হলেন মা-ছেলে

চাঁদপুর কচুয়ায় উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া গ্রামের রিকশাচালক গোলাম হোসেনের স্ত্রী তাছলিমা বেগমের কম বয়সে বিয়ে হওয়ায় তার পক্ষে লেখাপড়া করা সম্ভব হয়নি। তাছলিমা বেগম তার ছেলের সাথে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছেন।

তিন সন্তানের জননী তাছলিমা বেগম মনে করেন ৩৫ বছর বয়সেও পড়ালেখা করা সম্ভব। লেখাপড়া না শিখে নিরক্ষর থাকার চেয়ে পড়ালেখা করাই উত্তম।

গত বুধবার তার ছেলে মাসুমের সাথে আকানিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে মা ও ছেলে একই ক্লাসের প্রথম শ্রেণির নতুন বই সংগ্রহ করে।

এ সময় বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির উৎসাহ প্রদানের জন্যে মা ও ছেলের দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখার যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি প্রদান করেন।

স্টাফ করেসপন্ডেট