Home / চাঁদপুর / প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ নং ওয়ার্ড যুবলীগের আলোচনা

প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ নং ওয়ার্ড যুবলীগের আলোচনা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের ১০ নং চৌধুরী ঘাটস্থ ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষকীর কেক কাটা ও এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর শহর ছাত্রলীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানের আয়োজক ও সার্বিক তত্বাবধানে ছিলেন, ওয়ার্ড যুবলীগ নেতা, শেখ মোঃ হানিফ, হুমায়ন কবির মহন, আলাউদ্দিন শান্ত, আর এস রানা, রফিকুল ইসলাম শরীফ ও মোঃ আক্তার হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাত্তার সিদ্দিকী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শহিদুল আলম জুয়েল, হাবিবুর রহমান তাইনী, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ ছিডু মিজি, সাবেক কলেজ ছাত্রলীগ নেতা আবুল বাশার, ৬ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন সরকার, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,১১ নভেম্বর ২০২০